মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। এলাকায় বাড়ছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য।নষ্ট হচ্ছে গ্রামের শান্তি শৃঙ্খলা।নিত্য দিনেই চলছে বোমাবাজী,দোকান পাঠ, বাড়ি গাড়ি, ভাঙ্গচুর।এই সবের বিরুদ্ধে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে পথ অবরোধ করলো দিনহাটা ২ নং ব্লকের বুড়ির হাট-২ গ্রাম পঞ্চায়েতের মর্নেয়া বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ এই অবরোধ শুরু হয়।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ।
পরে দীর্ঘসময় ধরে পথ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।এদিনের এই অবরোধে নেতৃত্ব দেন এলাকার ব্যবসায়ী প্রশান্ত রায়,আব্দুল মান্নান রহমান, বেলাল মিঞা,মানিক রায়,কপিল দেব কোঙ্গার সহ আর অনেকে।
দিনহাটা মহকুমায় বিভিন্ন এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী যুব ও মাদারের মধ্যে বিরোধ অব্যাহত।এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে রীতিমত বোমা ও বন্দুক নিয়ে আক্রমনে নেমেছে।সোমবার গভীর রাতে মর্ণেয়া বাজারে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।চলে বোমাবাজি।ভাঙচুর হয় দোকানপাট এমনকি তৃণমূলের পার্টি অফিস।তৃণমূলের এই গোষ্ঠী সাধারণ মানুষ অতিষ্ঠ।এর বিরুদ্ধে পথে নামেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
ব্যবসায়ী প্রশান্ত রায় বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এলাকায় যেভাবে বোমাবাজি চলছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এলাকার সাধারন মানুষ ও ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য আজ মর্নেয়া বাজারে পথ অবরোধ শুরু হয়।পুলিশের আশ্বাসে পরে আমরা পথ অবরোধ তুলে নিই।”
আরও পড়ুনঃ বিদ্যুৎ বিল নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সতর্কবার্তা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584