দুর্বলের উপর সবলের অত্যাচার, ধর্ণায় আদিবাসী সমাজ

0
136

শ্যামল রায়,কালনাঃ

কালনা দুই নম্বর ব্লকের সেনের ডাঙা গ্রামের দুই বর্গের আদিবাসীদের মধ্যে গণ্ডগোল নিয়ে হাওয়া গরম হয়ে উঠেছে।

গরিব আদিবাসী পরিবারগুলির অভিযোগ, উচ্চবিত্ত আদিবাসীরা তাদের উপরে যথেচ্ছ ভাবে শোষণ চালাচ্ছে। এমন কি চক্রান্ত শুরু করেছে জমি কেড়ে নেওয়ার। এ নিয়ে কালনা দুই নম্বর ব্লকের আদিবাসী সংগ্রাম কমিটি আন্দোলনও শুরু করেছে ইতিমধ্যে।

strike of Aboriginal community | newsfront.co
সমাবেশ। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার আদিবাসী সংগ্রাম কমিটির সদস্য বাবলু হাঁসদা অভিযোগ করেছেন, বেশ কয়েক মাস ধরে এখানকার নিম্নবর্গ আদিবাসীদের উপরে উচ্চবর্গের আদিবাসীরা ব্যাপকভাবে অন্যায় অত্যাচার এবং জমি কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু করেছে।

স্থানীয় আদিবাসী নেতা রবিলাল টুডুর বিরুদ্ধে অভিযোগ যে তার নেতৃত্বে এই ধরনের অন্যায় অত্যাচার চলছে গোটা গ্রামের আদিবাসী মানুষদের উপর। তাই এ দিন এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হন সংগ্রাম কমিটির সদস্যরা।

আরও পড়ুনঃ ১৫ দিনের ধর্ণা শেষে অবশেষে মিলল কার্তিকের দেখা

সংগ্রাম কমিটির সদস্য বাবলু হাঁসদার অভিযোগ, ইতিমধ্যেই গ্রামের বহু আদিবাসী সম্প্রদায় রবিলাল টুডুর নানান ফতোয়া জারির শিকার হয়েছে।

স্থানীয় পুকুর ঘাটে স্নান করতে দেওয়া হচ্ছে না। এমনকি পঞ্চায়েত দফতর থেকে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা বঞ্চিত করা হয়েছে। লাগাতারভাবে চলতে থাকা এ সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধাচার করে প্রশাসনিক স্তরে দৃষ্টি আকর্ষণ করতেই আদিবাসী সংগ্রাম কমিটির এই ধরনের অবস্থান বিক্ষোভ।

অত্যাচারিতদের মধ্যে অনেকেরই দাবি, এতে যুক্ত আছে স্থানীয় বিজেপি নেতাদের একটি অংশ। তাদেরই প্ররোচনায় রবিলাল টুডু এই ধরনের কাজ করতে পারছেন।

সংগ্রাম কমিটির সদস্যদের বক্তব্য, গরিব আদিবাসীদের উপর এই অত্যাচার যাতে শীঘ্রই বন্ধ হয় তার জন্য তারা প্রশাসনিক স্তরে সহযোগিতা আশা করছেন। এর অন্যথা হলে আগামী দিনে বৃহৎ আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here