সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে আবর্জনাময় মাথাভাঙ্গা হাসপাতাল

0
92

মনিরুল হক,কোচবিহারঃ

Strike of cleaning workers
নিজস্ব চিত্র

সাফাই কর্মী বাপ্পার মৃত্যুর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সাফাই কর্মীরা।বৃহস্পতিবার সকাল থেকেই কর্মবিরতি শুরু হওয়ায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পুরুষ ও মহিলা বিভাগে সাফাই হয়নি।সেখানে জমে আছে ময়লা আবর্জনা।তা থেকে ছড়াচ্ছে দূর্গন্ধ।এছাড়াও শহরের অন্যান্য প্রতিষ্ঠান গুলিতেও সাফাই হয়নি বলে জানা গিয়েছে।

Strike of cleaning workers
নিজস্ব চিত্র

এদিন নর্থবেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাজেশনের মাথাভাঙ্গা শাখার সেক্রেটারি লক্ষী বাসফোর জানান, ‘বাপ্পার মৃত্যুর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহকুমা জুড়ে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে।’

সাফাই না হওয়ার বিষয়ে নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ওয়ার্ড মাষ্টার অশোক হালদার জানতে চাইলে তিনি বলেন, “অস্থায়ী সাফাই কর্মীরা আজ কাজে যোগ দেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত শনিবার বাপ্পা বাসফোর নামে এক সাফাই কর্মীকে মারধর করে নয়ন সরকার নামে আর এক হাসপাতাল কর্মী।সেই অপমানেই হাসপাতাল চত্বরে গায়ে আগুন লাগায় বাপ্পা বাসফোর এমনটাই অভিযোগ তাঁর সহকর্মীদের।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলা আদালতের আইনজীবী ও মহুরীদের যৌথ প্রতিবাদ মিছিল

এরপর পাঁচদিন কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান বাপ্পা।এই বিষয়ে মাথাভাঙ্গা থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি।যদিও ওই পুলিশ তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here