মনিরুল হক, কোচবিহারঃ
বেসরকারী গাড়িতে ছাত্র কাছ থেকে বেশী ভাড়া নেওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গোসানিমারি হাই স্কুলের ছাত্রছাত্রীরা।মঙ্গলবার দিনহাটা গোসানিমারির রাস্তার কাঁঠাল তলা এলাকায় এ ঘটনা ঘটেছে।এদিন বেলা সাড়ে ১১ নাগাদ অবরোধ শুরু হয়। পুলিশের হস্তক্ষেপে ১ ঘন্টা পর অবরোধ উঠে যায়।দিনহাটা গোসানিমারি রাস্তায় বেসরকারী গাড়িগুলি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ। এর বিরুদ্ধে এবং ছাত্র কনসেশন চালুর দাবিতে এদিন সাড়ে দশটা নাগাদ অবরোধ শুরু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।পুলিশের হস্তক্ষেপে ঘন্টা তিনেক পর অবরোধ উঠে যায়।
গোসানিমারি হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র মনোজ রায় বলেন,“আমরা সকালে প্রাইভেটের জন্য দিনহাটায় যাই। প্রতিদিন বাসের কনড্রাক্টর আমদের কাছে বাসের ভাড়া হিসাবে ১৫ টাকা নেন। আমরা প্রতিদিন বাসের কন্ট্রাক্টরদের বলি আগে আমাদের কাছ থেকে ৫-৭ টাকা নিতেন এখন ১৫ টাকা নিচ্ছেন কেন ?বাসের কন্টাক্টার বলেন তেলের দাম বেড়েছে তাই ভাড়াও বেড়েছে।এর বেশী কিছু তিনি আর কিছু বলেননি।সাধারন মানুষের বাসের ভাড়া ও ছাত্রছাত্রীদের বাসের ভাড়া একই নেয়। তারেই প্রতিবাদে আমরা আজ গোসানিমারি হাই স্কুলের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584