দক্ষিন দিনাজপুরে গ্রেফতার ধর্মঘট সমর্থক

0
68

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Strike Supporter Arrested
নিজস্ব চিত্র

বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ৪৮ঘন্টা ভারত বনধের তেমন কোন প্রভাব পড়লো না দক্ষিণ দিনাজপুর জেলা ও জেলা সদর বালুরঘাটে।সকাল থেকেই জনজীবন প্রায় স্বাভাবিক।বেসরকারি বাস পরিবহন কিছুটা বিঘ্নিত হলেও সরকারি বাস চলাচল করছে ।শহরে টোটো ও অন্যান্য ছোটখাটো যানবাহনও চলাচল করছে আর দশটা দিনের মতোই। বিভিন্ন অফিস ব্যাংক পোস্ট অফিস এমনকি জেলা শাসকের দফতরের সামনে ও ফ্লাগ লাগানো হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ফ্ল্যাগ উধাও। জেলাশাসকের দফতরে আসতে শুরু করেছেন কর্মীরা।কিন্তু ব্যাংক ও পোস্ট অফিস এখনও খোলেনি। বালুরঘাটের সরকারি বাস স্ট্যান্ড থেকে সকালে আটজন বনধ সমর্থক আটক হয়।দক্ষিন দিনাজপুর জেলায় বন্ধের প্রভাব সকালের প্রথম দিকে স্বাভাবিক।পুলিশের তৎপরতায় সরকারি বাস চালালেও বেসরকারি বাস চালাননি বাস মালিকেরা।সব্জি বাজার বসেছে।মাছে বাজারে দূরদূরান্ত থেকে বাজারে মাছ নিয়ে হাজির পাইকাররা।সব মিলিয়ে জেলার বাজার বন্ধের মিশ্র প্রভাব দেখা যায়।

আরও পড়ুন: বনধের সমর্থনে বামেদের মিছিল শিলিগুড়িতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here