পিয়ালী দাস,বীরভূমঃ
দুর্গাপুর থেকে সিউড়িগামী একটি সরকারি বাস সিউড়ি পৌরসভার সামনে সিপিএমের মিছিলের সাথে মুখোমুখি হয়।পরিস্থিতি তখন গম্ভীর।উত্তেজধর্মঘট সমর্থকরা বেশ কিছু বেসরকারি বাসে ভাঙচুর চালানোর চেষ্টা করে পাশাপাশি ভাঙচুর করা হয় একটি সরকারি বাসকে।
সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সুর চড়াই সিপিএম নেতাকর্মীরা।দফায় দফায় মিছিল বের হয় রাস্তায়।বিভিন্ন স্কুল কলেজের কাছে গিয়ে ছাত্রছাত্রীদের বাড়ি চলে যেতে বলে।কর্মীরা হাতের জ্বলন্ত টায়ার নিয়ে শহরের ভেতর মিছিল বের করে।সিউড়ি বাসস্ট্যান্ড থেকে মিছিল ঘুরে যখন এস.পি. মোড়ের দিকে যাচ্ছিল রাস্তায় আসা-যাওয়া করতে থাকা বিভিন্ন যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানোর চেষ্টা করে তারা।যদিও পদস্থ সিপিএম নেতাদের নির্দেশের পর ভাঙচুর করা হয়নি কোন বেসরকারি বাস।এর কিছুক্ষণ পরই দুর্গাপুর থেকে সিউড়ি আসা একটি সরকারি বাসে হঠাৎই ঢিল মারা হয়।ভেঙে ফেলা হয় বাসের কাঁচ।ব্যাপক ভাঙচুর চালানো হয় সরকারি বাসটিতে।
এরপর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেখান থেকে মিছিল নিয়ে অন্যত্র চলে যায় সিপিএম কর্মীরা।ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।বাসটিকে ইতিমধ্যেই সিউড়ি ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।এই ঘটনায় পুলিশ দু’জন কে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ বেলদায় সিপিএমের প্রতিবাদ মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584