রাজ্যজুড়ে ব্যতিক্রমী বনধ চিত্র

0
65

প্রত্যয় চৌধুরী, নিউজফ্রন্টঃ

রাজ্যজুড়ে চলছে ধর্মঘট। বাম-কংগ্রেস সমর্থকদের ডাকা বনধে রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে এক একরকম চিত্র।

রাজ্য জুড়ে বনধের এক একরকম ছবি। নিজস্ব চিত্র

একদিকে ফালাকাটা শহরে বনধের প্রভাবে সরকারি বাস ছাড়া অন্য যানবাহন চলছে না, আবার অন্যদিকে ফালাকাটার তাসাটি চা বাগানে শ্রমিকরা আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিকভাবে কাজ করছেন।

নিজস্ব চিত্র

একদিকে হলদিয়াতে বনধ সমর্থকদের উপর লাঠি চালিয়েছে পুলিশ। অন্যদিকে বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের কাছে অভিভাবকরা বনধ সমর্থকদের পিটিয়েছেন বাচ্চাদের স্কুল না করতে দেওয়ার জন্য।

মেন রাস্তাতেই ক্রিকেট খেলা অশোকনগরে। নিজস্ব চিত্র

তবে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের ছবিটা এ দিন ছিল একদম অন্যরকম। রিজার্ভ ব্যাঙ্কের বিশাল ফটক যা কোনওদিন কোনও বনধেই সাধারণত বন্ধ হয় না, আজ সেখানে ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল।

বন্ধ রিজার্ভ ব্যাঙ্কের সদর ফটক। নিজস্ব চিত্র

অন্যদিকে মুর্শিদাবাদের ফরাক্কায় ধর্মঘট চলাকালীন ছাত্ররা রাস্তাতে বসেই বই খুলে পড়াশুনা চালাতে থাকে। কলেজ ছাত্ররা পাঠক্রম থেকে যাতে পিছিয়ে না পড়ে, তাই সময় নষ্ট না করে বনধ সমর্থনকালীনই শ্রেণিকক্ষ বহির্ভূত পড়াশুনায় মনোনিবেশ করল।

বনধ সমর্থনকালীন কলেজ ছাত্রদের রাস্তাতেই পড়াশুনা। নিজস্ব চিত্র

অন্যদিকে অশোকনগরে বনধের চেহারাটা ছিল একদম আলাদা। এ দিন মেন রাস্তা ফাঁকা পেয়ে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলা শুরু করে।

নিজস্ব চিত্র

গলির ক্রিকেটের স্বাদ, যা ৯০ এর দশকে বেশি দেখা যেত, আজ বনধের সৌজন্যে কিছুক্ষণের জন্য যেন চোখের সামনে উঠে এল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here