শাওমিকে টেক্কা দিতে স্যামসাং-এর প্রয়াস

0
118

নিউজফ্রন্ট,টেক ডেস্কঃ

Samsung phone
ছবিঃ প্রতিবেদক

শাওমি কাছে শ্রেষ্ঠত্বের শিরোপা হারানোর পর,হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারে উঠে পড়ে লেগেছে স্যামসাং।এই মুহুর্তে তারা বাজারে এনেছে বাজেট ফোন, গ্যালাক্সি এম১০,গ্যালাক্সি এম২০,দাম যাথাক্রমে ৭৯৯০ ও ১০৯৯০,এক নজরে দেখা যাক ফোনের ফিচারস।এম১০ থাকছে ২/৩জিবি র‌্যাম।১৬/৩২ জিবি রম,অক্টা-কোর এক্সিনস ৭৮৭০ প্রসেসর,৬.২২ ইঞ্চি,এইচ ডি+টিএফটি ডিসপ্লে,১৩এমপি +৫এমপি ডুয়াল রেয়ার ক্যামেরা,৫এমপি ফ্রন্ট ক্যামেরা,ডুয়াল সিম,4G ভোলটি,৩৪৩০ এমএইচ Li Po ব্যাটারি। ক্যামেরা খানিকটা দুর্বল হলেও সামগ্রিক বিচারে, লুকস ও এর ‘ভি’নচ এর জন্য ফোনটি বেশ আকর্ষণীয়।

আরও পড়ুনঃ অস্থায়ী কর্মসংস্থানেই জোর রাজ্য বাজেটে

অন্যদিকে এম২০ থাকছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম,৬.৩ ইঞ্চির HD+ টিএফটি ডিসপ্লে,অক্টা কোর এক্সিনস ৭৯০৪ প্রসেসর, ১৩ এমপি+ ৫ এমপি রেয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ, ৮ এমপি ফ্রন্ট ফ্ল্যাশিং ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।এখন এটাই দেখার যে স্যামসাং কতটা বাজার দখল করতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here