হরষিত সিংহ,মালদহঃফের ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠল মালদহের গণিখান চৌধুরি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ ক্যাম্পাস। শুক্রবার আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ।ঘটনায় দুই ছাত্রী ও এক ছাত্র গুরুতর আহত হয় দাবি পড়ুয়াদের।অন্যদিকে এদিনের ঘটনায় আন্দোলনকারী পড়ুয়াদের দায়ী করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ঘটনার প্রেক্ষিতে দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।তবে এমন ঘটনায় ফের একবার কুলষিত হল গনিখান নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠান।
(উত্তেজনা।নিজস্ব চিত্র)
উল্লেখ, বৈধ শংসাপত্র ও বিটেক-এ ল্যাটারাল এন্ট্রির দাবিতে বেশ কিছুদিন ধরেই জিকেসিআইটি ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডিপ্লোমা কোর্সের পড়ুয়ারা।বেশ কিছুদিন পড়ুয়ারা অনশন আন্দোলনও চালান। সেই সময় আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে দেখা করে পড়ুয়াদের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আশ্বাস দেন সাংসদ মৌসম নূর।
(ধ্বস্তাধস্তি। নিজস্ব চিত্র)
যদিও তাঁর আশ্বাস সত্ত্বেও ওঠেনি ছাত্র আন্দোলন।সেই আন্দোলনই এদিন দুপুরে হাতাহাতির রূপ নেয়।আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, নিজেদের সমস্যা নিয়ে এদিন তাঁরা প্রতিষ্ঠানের ডিন (অ্যাকাডেমিক) নীলকান্ত বর্মণের সঙ্গে বৈঠকে বসেন।কথাবার্তা চলাকালীন নীলকান্তবাবু হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। তিনি তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের বাইরে বেরিয়ে যান।চিৎকার করে অন্যান্য শিক্ষক সহ সিকিউরিটি গার্ডদের ডাকেন।ছুটে আসেন শিক্ষক, অশিক্ষক কর্মীসহ নিরাপত্তা কর্মীরা।চড়াও হয় পড়ুয়াদের উপর। বাদ যায়নি মেয়েরাও। তাদের লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
(আক্রান্ত ছাত্রী।নিজস্ব চিত্র)
ছাত্রীদের ধর্ষনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।প্রাণভয়ে তাঁরা যে যেদিকে পারেন ছুটে পালান। নীলকান্তবাবু, সিকিউরিটি ইনচার্জ উত্তমকুমার ঘোষসহ এদিনের ঘটনায় জড়িত সবার কঠোর শাস্তি দাবি করছেন পড়ুয়ারা। তার জন্য তাঁরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। আন্দোলনকারীদের দাবি,এদিনের ঘটনায় সুপ্রিয়া,নাসিম ও সাক্ষী কুমারী গুরুতর আহত হয়েছেন।এদিকে নীলকান্তবাবুর বক্তব্য, এদিন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাঁর সঙ্গে কথা বলতে চায়।তিনি ৫-৬ জনের সঙ্গে কথা বলতে রাজিও হন। কিন্তু তারা ১০-১২ জন ঘরে ঢুকে পড়ে।
বৈঠক চলাকালীন তারা ঘরে তালা বন্ধ করার চেষ্টা করে।তখন তিনি কোনওরকমে বাইরে বেরিয়ে আসেন। সেই সময় ছাত্ররা তাঁকে হেনস্তা করে।এরপর প্রতিষ্ঠানের অন্যান্যরা পরিস্থিতি সামাল দেয়।এদিকে এদিনের ঘটনার প্রেক্ষিতে পড়ুয়াদের পক্ষ থেকে স্থানীয় মালদহ থানায় নীলকান্তবাবু সহ মোট ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত হয়েছে।সূত্রের খবর, ঘটনার প্রেক্ষিতে জিকেসিআইইটি কর্তৃপক্ষও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।যদিও নীলকান্তবাবু জানিয়েছেন,তিনি গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584