সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
পশ্চিম বর্ধমানের কাঁকসার অযোধ্যা হাই স্কুলে গাছের ডাল কাটতে গিয়ে এক ছাত্রের হাত ভাঙার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবক ও পরিচালন সমিতি উদাসীনতার অভিযোগ এনেছেন।
যদিও সমস্ত অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অস্বীকার করেছেন। অযোধ্যা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র স্কুলের গাছের ডাল কাটতে গিয়েছিল। সমিতির অভিযোগ, স্কুলের ছাত্রদের এই কাজ করাচ্ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস।
যদিও বিকাশবাবুর বক্তব্য, গাছের ডাল কাটার জন্য তিনি ছাত্রদের বলেননি। ক্যাম্পাস পরিষ্কার রাখতে হবে বলে গাছের ডাল কাটবে বলে জানায় ছাত্ররা। একজন শিক্ষককে তিনি তদারকির জন্য আবেদন করেন। তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত রাজনীতি করা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন।
আরও পড়ুনঃ গ্রামবাসীদের জঙ্গলে আগুন না লাগানোর পরামর্শ কলেজ পড়ুয়া-অধ্যাপকদের
যদিও স্কুল পরিচালন সমিতির সভাপতির অভিযোগ, একজন দশম শ্রেণীর পড়ুয়াকে কেন গাছের ডাল কাটার অনুমতি দেবেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এক্ষেত্রে পেশাদার মজুর উপযুক্ত ছিল।
কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্লাস কামাই করে সেই কাজ দশম শ্রেণী পড়ুয়াকে করার জন্য অনুমতি দিলেন। কাজটি অত্যন্ত অন্যায় হয়েছে বলে তাঁর অভিমত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584