পূর্ব বর্ধমানে কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা

0
16

সুদীপ পাল, বর্ধমানঃ

গতবারের তুলনায় পূর্ব বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থী কমেছে প্রায় তিন হাজার। অতীতে কখনো এমনটা ঘটেনি।

matric exam | newsfront.co
প্রতীকী চিত্র

প্রতিবছরই নিয়ম করে বৃদ্ধি পায় পরীক্ষার্থীর সংখ্যা। এবার ঘটেছে ব্যতিক্রম। এক ধাক্কায় কমে গেছে গিয়েছে প্রায় তিন হাজার পরীক্ষার্থী। গত বছর জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৫২ হাজার ৬০৬ জন। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৬২২ জন।

আরও পড়ুনঃ বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী পালন কোচবিহারে

অনেকের মতে ২০১৯ সালে নবম শ্রেণিতে যতজন পড়ুয়া রেজিস্ট্রেশন করেছিল তার তুলনায় মাধ্যমিক পরীক্ষায় বসছে প্রায় সাত হাজার কম পড়ুয়া। সুতরাং রেজিস্ট্রেশনের পর অনেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারেনি অথবা টেস্টে আটকে গিয়েছে।

যদিও এর সাথে মনে করা হচ্ছে, বর্ধমান শহরে ইংরেজি মাধ্যম স্কুলের বাড়বাড়ন্ত। শহর ছাড়িয়ে মফস্বলেও ইংরেজি মাধ্যমের স্কুলগুলি চলছে। এক শ্রেণীর অভিভাবকদের কাছে সরকারের তুলনায় প্রাধান্য পাচ্ছে ইংরেজি মাধ্যমের স্কুল। ইংরেজি মাধ্যমে সন্তানদের পড়ানোর হার বেড়েছে অভিভাবকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here