সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ বহরমপুর কালেক্টর কনফারেন্স হলে জেলার স্টুডেন্টদের হাতে তুলে দিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সিরাজ দানেশ্বর সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।
এদিন জেলাশাসক জানান, প্রায় ৩০ জনের মত স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনুমোদন হয়েছে। আবেদনপত্র জমা পড়েছিল প্রায় ২০০ থেকে ৪০০টি। আজ জেলাশাসক নিজ হাতে স্টুডেন্ট ও অভিভাবকদের উপস্থিতিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল। তিনি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন জেলার সঙ্গে আজ মুর্শিদাবাদের স্টুডেন্টদের ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল। এর আগেও কিছু স্টুডেন্টদের হাতে কেডিট কার্ড তুলে দেওয়া হয়েছিল।
জেলাশাসক জানালেন, পুজোর পর থেকে উত্তরবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা একটু বেড়েছে তবে জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে যাতে করোনা বৃদ্ধি না পায়। এখনো পর্যন্ত জেলায় ৪৫ টি কনটেইনমেন্ট জোন করা হয়েছে। জেলায় প্রায় এখনো ৪০ থেকে ৫০ জন করোনা রোগী আছেন। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রশাসনের সহযোগিতায় মানুষকে সাবধান করা হচ্ছে সেই সঙ্গে সংবাদ মাধ্যমে মানুষকে মাস্ক পরার আবেদন করা হয়েছে এবং দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে যাতে সংক্রমণ আর বৃদ্ধি না পায়।
রাজ্য সরকারের প্রকল্প আবার শুরু হচ্ছে। যেগুলি অসমাপ্ত ছিল আগামী ১, ২, ৩ ও ৮, ৯ নভেম্বর মাসে দুয়ারে সরকার প্রকল্প আবার শুরু হবে।
আরও পড়ুনঃ জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বেলডাঙ্গা বাসীকে অসংখ্য ধন্যবাদ জানালেন অধীর চৌধুরীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584