বাসের ধাক্কায় মৃত স্কুল ছাত্র

0
205

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল এক ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত পীড়াকাটার জয়পুর এলাকায়।

bus accident | newsfront.co
মৃত স্কুল ছাত্র। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, এ দিন সাইকেলে করে স্কুলে আসার সময় বাসের ধাক্কায় পিষ্ট হয় সঞ্জয় সাউ নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র। আজই ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য স্কুলে যাচ্ছিল সঞ্জয়। মাছবিন্দার বাসিন্দা সঞ্জয় যখন সাইকেলে করে স্কুলে আসছিল, সেই সময় জয়পুরের কাছে মেদিনীপুর থেকে গোয়ালতোড়গামী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা মারে সঞ্জয়কে।

protest of villagers | newsfront.co
এলাকাবাসীর বিক্ষোভ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পুকুরে ভাসমান মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়

ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই দেহ আটকে রেখে দীর্ঘক্ষণ পীড়াকাটা গোয়ালতোড় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী।

প্রসঙ্গত, দিন কয়েক আগেও এই এলাকায় পরপর বেশ কয়েকটি বাস দুর্ঘটনায় বলি হয়েছে একাধিক পথচারী। এ দিনের ঘটনায় ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীদের। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে শালবনী থানার বিশাল পুলিশবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here