স্কুল শিক্ষকদের কাছে গৃহ শিক্ষার দাবীতে পড়ুয়াদের অবরোধ

0
168

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ

student demand to school teacher for home teacher
নিজস্ব চিত্র

প্রাইভেট শিক্ষকদের আন্দোলনের জেরে জেলা প্রশাসন আগেই শিক্ষকদের কাছ থেকে মুচলেকা নিয়ে সহকারী শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করেছে জেলায়।এরপর আজ সকাল থেকে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলের শিক্ষকদের কাছেই পড়ার সুযোগ করে দিতে হবে এই দাবিতে পথ অবরোধ করে ও জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় ।

student demand to school teacher for home teacher
নিজস্ব চিত্র

এই মুহূর্তে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ চলছে রাস্তা অবরোধ করা হয়েছে।এদিন আন্দোলনে সামিল বালুরঘাট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ইন্দ্রাশিষ সরকার বলে যারা ভাল পড়ায় এরকম অনেক অস্কুল শিক্ষকদের কাছে আমরা পড়ি কিন্তু যাদের অভিজ্ঞতা নেই আমরা তাদের কাছে পড়তে ভরসা পাচ্ছি না।

আরও পড়ুন: স্কুলে শিক্ষকদের আসার দাবীতে পড়ুয়াদের পথ অবরোধ

student demand to school teacher for home teacher
নিজস্ব চিত্র

আন্দোলনে সামিল অপর এক একাদশ শ্রেণীর ছাত্রী শ্রেয়া সাহা এদিন বলে আমাদের দাবী মানা না হলে আমরা আন্দোলন থেকে সরছি না।সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের দাবী মানা না হলে অনশনে বসার হুঁশিয়ারিও দেয় এদিন আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা।জানা গেছে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করার পক্ষে এদিন জেলার আরক্ষাধিক্ষক, জেলা শাসক এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদনও করতে চলেছে আন্দোলরত স্কুল পড়ুয়ারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here