বোলপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু

0
90

পিয়ালী দাস,বীরভূমঃ
পথ দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু কে কেন্দ্র করে রণক্ষেত্র হলো বীরভূমের বোলপুর বাস স্ট্যান্ড। শুক্রবার সকালে ওই ছাত্রী যখন মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল তখন পিছন থেকে আসা দ্রুত গতিতে একটি বাস পিষে দেয় ওই ছাত্রীকে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার।উত্তেজিত জনতা ঘাতক বাসটির উপর ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়,পরে বোলপুর থানা বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, দমকল এসে বাসের আগুন নেভায়।

Death of student at road accident
জ্বলন্ত বাস। নিজস্ব চিত্র

ছাত্রীর নাম অঙ্কিতা পাল,সে বিশ্বভারতীর শিক্ষসত্রের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।শুক্রবার সকালে স্কুল থেকে মায়ের সাথে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর,লাভপুর থানার ইন্দাস গ্রামের বাসিন্দা অঙ্কিতা পাল,বেশ কিছুদিন আগে বোলপুরে এসে থাকতে শুরু করে অঙ্কিতা ও তার বাবা মা।বিশ্বভারতী শিক্ষাসত্র বিভাগে অঙ্কিতা দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি ১১ টা নাগাদ মায়ের সাথে হাত ধরে অঙ্কিতা রাস্তার বাঁ পাশ দিয়ে হাটছিল ঠিক সেই সময় পিছন দিক থেকে বোলপুর হাসরা রুটের একটি বেসরকারি বাস দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অঙ্কিতা কে পিষে দেয়, ঘটনাস্থলে অঙ্কিতার মৃত্যু হয়।চোখের সামনে ছোট্ট শিশুর মৃত্যু দেখে ক্ষেপে ওঠে স্থানীয় মানুষরা,ঘাতক বাসটি উপর ব্যাপক ভাঙচুর চালানো হয়, ধরিয়ে দেওয়া হয় আগুন, বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখা হয় বোলপুর সিউড়ির প্রধান রাস্তাটি।বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাবার পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়,তারপর তারা আগুন নেভানোর কাজে হাত দেয়।মৃতদেহ উদ্ধার করতে উত্তেজিত জনতা বোলপুর থানার পুলিশ কে প্রথমে বাধা দেয়,পরে পুলিশের তরফ করা আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলে অঙ্কিতা পালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠাতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ কোলাঘাটে পথ দুর্ঘটনার পর ঘাতক লরিতে অগ্নিসংযোগ করল উত্তেজিত জনতা

প্রায় দু’ঘণ্টা পর বোলপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ঘাতক বাসটিকে আটক করে বোলপুর থানায় নিয়ে যায় এবং অবরোধ তুলে দেয়,ফের বোলপুর সিউরি রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here