নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পেয়ারাপুরে এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গেছে, সকাল ৯টায় কালিতলার কাছে লরির ধাক্কায় মিখাইল শেখ নামের এক দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। এর ফলে রঘুনাথগঞ্জ থেকে বহরমপুর যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
জানা গেছে, কোনও এক কাজে সাইকেল করে ওই এলাকা দিয়ে যাচ্ছিল মিখাইল। সে সময় লরিটি পিছন থেকে এসে তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সন্তুষ্ট এলাকাবাসী
এলাকাবাসীর অভিযোগ, এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটে চলছে। মিখাইলের মৃত্যুর জেরে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করলে যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিস্থিতি সামলে যানজট নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, ঘাতক ট্রাকটির নং- WB ৫৭ ৪২১৫। মিখাইলের বাবা রসিদ শেখ ঘটনা জানতে পারার পর কান্নায় ভেঙে পড়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584