নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়।স্বাধীনতা দিবসে মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি শিশুসহ একশত রোগীর মধ্যে ফল, মিষ্টি, ডিম সেদ্ধ বিলি করলো মেদিনীপুর শহরের বালিকাদের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুল।
এদিন সকালে সকালে চিরাচরিত নিয়ম মেনে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের সভাঘরে দেশাত্মবোধক আবৃত্তি, সংগীত, নৃত্য সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়।অনুষ্ঠান শেষে প্রায় শতাধিক ছাত্রীর একটি দল প্রভাতফেরী করতে করতে হাসপাতালে যায়।সঙ্গে যান বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষাকর্মীগণ, ছিলেন প্রাক্তন শিক্ষিকা,প্রাক্তন ছাত্রী, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ। যাওয়ার পথে বিভিন্ন বিপ্লবী ও মনীষীদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়,সহকারী প্রধান শিক্ষিকা নন্দিতা দাস মহাপাত্র, পরিচালন সমিতির সভাপতি সেখ পাঞ্জাব আলি,সহ সভাপতি রজব আলি প্রমুখ। প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান বছরে তাঁদের বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ চলছে,সেই উপলক্ষ্যে নানা ক্রীড়া,সাংস্কৃতিক ও সমাজসেবা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। হাসপাতালে ফল বিতরণও সেই কর্মসূচির অঙ্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584