মনোদীপ ব্যানার্জী,বহরমপুরঃ

স্মার্ট ক্লাস রুমে রীতিমত তাক লাগিয়েছে মুর্শিদাবাদ জেলার গ্রামের উদয়চাঁদপুর হাইস্কুল। সদর শহর বহরমপুর থেকে অনতি দূরে এই গ্রামের স্কুলটি শহরের অনান্য স্কুলগুলি থেকে যে পিছিয়ে নেই তা বুঝিয়ে দিলো আজ।আজ এই স্কুলেই পদার্থ বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষক দের সহযোগিতায় স্কুলের টিচার-ইন-চার্জ ডঃ কুনাল সরকারের তত্ত্বাবধানে ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেখানো হলো চাঁদের পাহাড় সিনেমা।বিভূতিভুষণ এর লেখা এই গল্পের নায়ক শংকরকে বড় পর্দায় বিভিন্ন জন্তু-জানোয়ারের সাথে লড়তে দেখে অভিভূত ক্ষুদেরাও।স্কুলের টিচার-ইন-চার্জ ডঃ কুনাল সরকার জানান স্কুলের পরীক্ষা হয়ে যাওয়ায় স্কুলের পঠন-পাঠন বন্ধ,তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছে,আর তাতে স্কুলের পড়ুয়ারা তো বটেই অভিবাবকরা খুশি বলে জানান তিনি।আগামীতেও এধরনের উন্নয়ন মূলক পরিকল্পনা জারি থাকবে এ স্কুলে বলে জানা যায় স্কুল কর্তৃপক্ষ কাছ থেকে।
আরও পড়ুন: জঙ্গলমহল উৎসবের সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584