পিয়ালী দাস, বীরভূমঃ
একাধিক দাবি নিয়ে বাম সমর্থিত ছাত্র সংগঠন স্মারকলিপি জমা দিল বীরভূম জেলা প্রশাসনের কাছে। শুক্রবার স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ছাত্ররা আদিবাসী হোস্টেল সংস্কার, কেন্দ্রীয় সরকারের জাতপাত নিয়ে রাজনীতি, দিল্লিতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশের নির্যাতন, পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের নামে ধাপ্পাবাজির প্রতিবাদে সামিল হয়। সিউড়ী শহর পরিক্রমা করে বীরভূম জেলা শাসকের দফতরের সামনে মিছিল শেষ করে ছাত্ররা।
আরও পড়ুনঃমাথাভাঙ্গায় পিকনিক স্পটে দুষ্কৃতী তাণ্ডব
আগামী ৮ই জানুয়ারি ছাত্রদের তরফে ডাকা সাধারণ ধর্মঘট সর্বস্তরের মানুষকে আহ্বান জানাতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপি সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাম ছাত্রদের একযোগে কটাক্ষ করে জানিয়েছে সিপিএমের পশ্চিমবঙ্গের কোন স্থান নেই তাই এই ধরনের আন্দোলন ছাত্ররা করে মানুষকে বিভ্রান্ত করছে আগামী দিনে এইসব আন্দোলনের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584