সুদীপ পাল, বর্ধমানঃ
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কথা ভেবে আসানসোল-দুর্গাপুর থেকে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে গ্রীনবাস চালু করেছে। কিন্তু চালুর দশ দিনের মধ্যে বাসের রুট এবং সময় পরিবর্তনের দাবি জানাল পড়ুয়ারা।
অভিযোগ, আসানসোলের ইসমাইল, গড়াই রোড এলাকায় বাস পরিষেবা না মেলায় ভোগান্তি হচ্ছে পড়ুয়াদের। আগে ছোটো বাস চলত কিন্তু গ্রীনবাস চালু হওয়ার পর পুরনো রুটে বাস চলছে না।
অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, গ্রীনবাসগুলি ৫২ সিটের এবং বড় মাপের হওয়ায় শহরের ভিতরে ছোট রাস্তায় চলাচলে অসুবিধা রয়েছে। তাছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশিকাও আছে ওই রুটে গ্রীনবাস চালানো যাবে না। তাই পড়ুয়াদের জিটি রোড পর্যন্ত গিয়ে আসতে হবে। তারপরই বাস পাওয়া যাবে।
আরও পড়ুনঃ তাঁতিপাড়ার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা
প্রসঙ্গত উল্লেখ্য, বিনামূল্যে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। শহর থেকে দূরে বিশ্ববিদ্যালয়ের অবস্থান থাকায় পড়ুয়াদের যাতায়াতের অসুবিধা হতো এতদিন।
পড়ুয়াদের দাবি মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস চালুর উদ্যোগ নিয়েছিল। পড়ুয়ারা এখন দাবি জানাচ্ছে রুট পরিবর্তন করার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584