কম তেল পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল শিক্ষার্থীরা

0
30

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগণাঃ

ঝড় দুর্গত এলাকার দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঁচ লিটার করে কেরোসিন তেল দেওয়া হবে– ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাথরপ্রতিমা ব্লকের গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের ৪ লিটার করে তেল দেওয়ার অভিযোগে ছাত্রছাত্রীরা তেল না নিয়ে বিক্ষোভ করল।

student protest | newsfront.co
বিক্ষোভরত শিক্ষার্থীরা। নিজস্ব চিত্র

স্কুলের ছাত্রছাত্রীদের কথা, শিক্ষকের কাছ থেকে তারা শিক্ষালাভ করে। সেই শিক্ষকরাই এক লিটার তেলের মায়া ছাড়তে পারছে না কেন? ছাত্রছাত্রীরা তেলের প্রসঙ্গে বলতে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে বলে দিনের পর দিন এই স্কুলে অনিয়ম হয়ে আসছে। তপশিলী জাতির যে বোর্ডিং রয়েছে সেখানে ১৫-১৬ জন ছাত্র থাকে।

আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারে আইনজীবীদের কর্মবিরতির দ্বিতীয় দিন আজ

স্কুল পরিদর্শক যখন আসেন, তখন এই শিক্ষার্থীদের পরিচয় না করিয়ে অন্যান্য ছাত্রদের দেখিয়ে তাদের তপশিলী বলে চালানো হয়, যাতে বহু ছেলের হোস্টেল গ্র্যান্ডের টাকা স্কুল নিজের তহবিলে জমা করতে পারে। আজ দিদির দেওয়া তেল ১ লিটার করে কম দেওয়া হচ্ছে। এর জেরে ছাত্রছাত্রীরা শিক্ষকদের শাস্তির ব্যবস্থার দাবি করেছে।

শিক্ষার্থী সূত্রে জানা গেছে, স্কুলের শিক্ষকরা তাদের একটি স্লিপ ধরিয়ে দিয়ে তেল নেওয়ার কথা বলেন। ডিলারের দোকানে এসে জানতে পারা যায় স্কুলের শিক্ষকরা বলেছেন ৪ লিটার করে তেল দিতে।

তখন ছাত্র-ছাত্রীরা তেল না নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিষয়ে বিডিও রথীন চন্দ্র দে মহাশয়ের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, এই অন্যায়কে বরদাস্ত করা যাবে না, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here