হরষিত সিংহ,মালদহঃ
পার্শ্ববর্তী কলেজে পরীক্ষা কেন্দ্রের দাবীতে ছাত্র পরিষদের নেতৃত্বে কলেজ গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাল সাউথ মালদা কলেজের পড়ুয়ারা। ছাত্র বিক্ষোভের জেরে এদিন বন্ধ হয়ে পড়ে কলেজের পঠন পাঠন। পড়ুয়াদের আশ্বাস দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে কলেজ কর্তৃপক্ষ। দ্রুত সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি পড়ুয়াদের।
আগামী পয়লা আগষ্ট থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের স্নাতক স্তরের পরীক্ষা শুরু হচ্ছে। বৈষ্ণবনগর থানা এলাকার সাউথ মালদা কলেজের পরীক্ষার সিট পড়েছে কলেজ থেকে প্রায় আশি কিলোমিটার দূরে মানিকচক কলেজে। এই কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে পড়ুয়া সংখ্যা প্রায় আড়াই হাজার। পড়ুয়াদের অভিযোগ, কলেজের অধিকাংশ পড়ুয়া বৈষ্ণবনগর ও মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকার। যাতাযাত ব্যবস্থা ঠিক না থাকায় তারা নিয়মিত কলেজ পৌঁছাতে পারেনা। তাই কলেজ থেকেই প্রায় আশি কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চরম সমস্যায় পড়তে হবে তাদের। তাই পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী কলেজ বা মালদা শহরের কলেজগুলিতে দেওয়ার আবেদন জানিয়ে এদিন ছাত্র পরিষদের নেতৃত্বে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। বিক্ষোভে সামিল ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ দাস, স্থানীয় নেতা আশিক শেখ সহ অনান্যরা। এদিন সকাল ১০ টা নাগাদ কলেজের সদর গেটে তালা দিয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। বিক্ষোভের জেরে এদিন কলেজের বাইরে আটকে পড়ে কলেজের অধ্যক্ষ থেকে সকলে। এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহম্মদ এরশাদ আলি বলেন,বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কন্ট্রোলার। পড়ুয়াদের দাবী সমস্যা সমাধান না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584