মনিরুল হক, কোচবিহারঃ
ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে আজ কোচবিহারে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই। ধর্মঘটের জেরে কোচবিহারের স্কুল গুলিতে পঠন পাঠন বন্ধ ছিল।তবে কলেজগুলিতে ক্লাস হয়েছে বলে জানা গিয়েছে।এদিন কোচবিহার শহরের বিভিন্ন স্কুলের গেটে এসএফআইয়ের ঝাণ্ডা লাগানো ছিল।যে কোন অশান্তি এড়াতে স্কুলের সামনে পর্যাপ্ত পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছিল।এদিন স্কুল গুলিতে শিক্ষক শিক্ষিকারা নির্দিষ্ট সময়ে আসলেও ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল খুবই কম।এদিন বেশির ভাগ স্কুলই ছিল ফাঁকা। দুই একটি স্কুলে ১০-১২ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল।তাই পঠন পাঠন কার্যত বন্ধ থাকে স্কুল গুলিতে।তবে কলেজ গুলিতে পঠন পাঠন স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের তুলনায় এদিন কলজেগুলিতে পড়ুয়াদের সংখ্যা কিছুটা কম ছিল।
কোচবিহারের উচ্চ বালিকা স্কুলের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রী পূজা দে ও পিঙ্কি চক্রবর্তী বলে,“ তাদের জানা ছিল না আজ স্কুল বন্ধ থাকবে। তাদের বাড়ি অনেক অনেক দূরে। আজ তাদের প্রজেক্ট জমা নেওয়ার দিন ছিল।কিন্তু স্কুল খোলা থাকলেও তারা ১০-১২ জন ছাত্রী ছাড়া কেউ আসেনি।”
আরও পড়ুন: নিয়োগ নিয়ে জটিলতা বর্ধমান পৌরসভায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584