শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সোনীয়া গান্ধিকে নিয়ে কুরুচিকর বক্তব্য রাখায় রিপাবলিক টিভির চিফ এডিটর অর্নব গোস্বামীর বিরুদ্ধে এফ আই আর করল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ।
আজ বালুরঘাট থানায় ছাত্র পরিষদের সভাপতি ওই টিভি চ্যানেলের চিফ এডিটরের বিরুদ্ধে এই অভিযোগ জানান।
উল্লেখ ছাত্র পরিষদের রাজ্য সভাপতির নিজস্ব বাড়ি এই বালুরঘাটে। তিনি লকডাউনের আগে বাড়িতে পারিবারিকগনের সাথে মিলিত হতে এসে আর কলকাতায় তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেননি। যে কারনে তিনি কলকাতার বদলে বালুরঘাট থানায় আজ বিকেলে এই অভিযোগ জানান।
আরও পড়ুনঃ রায়গঞ্জে লকডাউন উপেক্ষা করে বাইরে বেরনোয় আটক বাইক-টোটো
প্রসংগত গতকাল ওই টিভি চ্যানেলে মহারাষ্টের সাধু হত্যা নিয়ে কংগ্রেস সভাপতি নিশ্চুপ থাকা নিয়ে তাকে আক্রমন করে বেশ কিছু বক্তব্য রাখেন অর্নব গোস্বামী।
যার ফলে কংগ্রেসের সভ্য সমর্থক থেকে নেতা নেত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। আর তারপরেই আজ ছাত্র পরিষদের পক্ষ থেকে অর্নব গোস্বামীর বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584