নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
স্কুলের কলা বিভাগের ছাত্রীদের একাদশ শ্রেণিতে বেছে বেছে নম্বর দেওয়া হয়েছে এই অভিযোগই উঠেছে স্কুলের বিরুদ্ধে। শুক্রবার কান্দি মনীন্দ্র চন্দ্র গার্লস হাইস্কুলে অসন্তোষ প্রকাশ করল সদ্য উচ্চ মাধ্যমিক পাস করা কলা বিভাগের ছাত্র ছাত্রীরা।
আজ সকাল থেকে ওই স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা এসে দফায় দফায় বিক্ষোভ দেখায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আদিতি সিংহ রায় পরিষ্কারভাবে জানিয়েছেন যে, ছাত্রীরা যেমন পরীক্ষা দিয়েছে তাদেরকে সেইভাবেই নম্বর দেওয়া হয়েছে। অভিভাবকরা চাইলে স্কুলে এসে সমস্ত কিছু দেখতে পারেন, কোনো রকম বৈষম্যমূলক আচার ব্যবহার করা হয়নি।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে রেফার করা নিয়ে চিকিৎসক ও নার্সকে মারধরের অভিযোগ, গ্রেফতার ৫
অপরদিকে এই ঘটনায় এদিন স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিভাবকরাই শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584