সুদীপ পাল,বর্ধমানঃ
নয় দশকের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব বর্ধমানের গুসকরা পি পি ইনস্টিটিউশন। শিক্ষা প্রতিষ্ঠানের সাইকেল স্ট্যান্ডের অবস্থা বেহাল বলে অভিযোগ করছেন পড়ুয়া এবং এলাকাবাসীর একাংশ। স্কুলের মাঠ, বারান্দা অথবা মঞ্চের মধ্যে সাইকেল রাখতে হচ্ছে এখন। ফলে বারান্দা দিয়ে ক্লাসে যাতায়াত করতে সমস্যা তৈরি হচ্ছে এবং অনেকে সাইকেল রাখতে পারছেন না।
জানা যায়, প্রায় চার দশক আগের স্ট্যান্ড তৈরি করা হয় কিন্তু পরবর্তীকালে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। পুরনো স্ট্যান্ডে সাইকেল রাখা সম্ভব নয়। তাছাড়া বর্তমানে আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। বিদ্যালয়ের অন্যত্র সাইকেল রাখার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া স্ট্যান্ডের একদিকে স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কাঠের গুঁড়ি ফেলে রাখায় সাইকেল রাখা যাচ্ছে না। রোদ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে সাইকেল রাখতে হচ্ছে।
আরও পড়ুনঃ দিনহাটাতে প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের প্রতীকী অনশন
বিষয়টি নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমাংশু বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য পুরনো স্ট্যান্ডটি ভাঙা হতে পারে। তাই সেটি বাড়ানো হয়নি। নতুন করে কোথায় স্ট্যান্ড করা যেতে পারে স্কুল কর্তৃপক্ষ তা দেখবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584