অনিশ্চয়তায় দিন কাটছে মুম্বাইয়ে আটকে থাকা ছাত্রছাত্রীদের

0
101

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মুম্বাইতে আটকে একাধিক ছাত্রছাত্রীর প্রত্যেকদিন বাড়ছে অনিশ্চয়তা। ইতিমধ্যেই রাজস্থানের কোটা থেকে বহু ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে রাজ্যে। অন্যদিকে, বিভিন্ন রাজ্যে আটকে পড়া ছাত্রছাত্রীদের করুন অবস্থার ছবিও উঠে আসছে। এমনই করুন দশা মুম্বাইয়ের চেম্বুর-আন্ধেরি সংলগ্ন এলাকায় আটকে পড়া টাটা ইন্সটিটিউট অফ সোস্যাল সাইন্সের ছাত্রছাত্রীদের। এদের মধ্যে ৩০ জন এই রাজ্যের ছাত্র।

Students | newsfront.co
আটকে পড়া ২ ছাত্রী। নিজস্ব চিত্র

মহারাষ্ট্রের ওই অঞ্চল সিল করে দেওয়ার ফলে সবজির দাম মারাত্মক। আবার রোজ বেরাতে না পারার জন্য জরুরি সামগ্রীটুকু পাচ্ছেন না তারা। ইন্সটিউটের তরফ থেকেও সাড়া পাওয়া যাচ্ছে না। হাতে যতটুকু টাকা ছিল তাও প্রায় সব শেষের পথে, বাড়ি থেকে যে টাকা আসছে তা দিয়েই চলছে কোনপ্রকার।এদের অনেকেরই বাড়ির ভাড়ার লিজ শেষ হয়ে এসেছে।

আরও পড়ুনঃ না জানিয়ে কলকাতায়, চিকিৎসকদের নোটিশ দিল কতৃপক্ষ

এই অবস্থায় বাড়িতে থাকতে দেওয়া হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে তাদের অনেকের মনে। এদের মধ্যে একজন বন্ধুর বাড়িতে আশ্রিতা। পুলিশের তরফ থেকেও সহযোগিতা পাচ্ছে না বললেই চলে। অবস্থা এতটাই করুন যে, এখানে বহু মেয়েরাও আটকে রয়েছেন, যাদের কাছে স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই অবস্থায় তারা প্রত্যেকে বাড়ি ফিরতে কিংবা মহারাষ্ট্র সরকারের সাহায্য চাইছে।

রাজ্যের কাছে তাদের আবেদন, তাদেরও বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক, যাতে এইরকম অনিশ্চিত জীবনযাপন থেকে মুক্তি পেতে পারেন। পরিবারের কাছে ফিরতে পারেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here