মনিরুল হক,কোচবিহারঃ
আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নতুন বছরের শুভেচ্ছা বার্তার চিঠি পেয়ে খুশিতে আপ্লুত খুদে পড়ুয়ারা।শুক্রবার সকালে দিনহাটা শহর লাগোয়া শিবপ্রসাদ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা পিংকি পোদ্দার মুখ্যমন্ত্রীর প্যাডে পাঠানো ওই শুভেচ্ছাবার্তা খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন।
স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে রুম্পা রায় রাজীব রায়, সুইটি রায় প্রমুখ বলেন, “আমরা স্বপ্নেও ভাবি নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠাবেন।আজ স্কুলে জানতে পাড়ার পর দেখি স্কুলের স্যার,ম্যাডামরা খুব খুশি।আমরাও খুশি।” ছাত্রছাত্রীদের লাইনে দাঁড় করিয়ে নিজে হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো ওই শুভেচ্ছা বার্তা তাঁদের হাতে তুলে দিয়ে প্রধান শিক্ষিকা পিংকি পোদ্দার বলেন, “অন্য কোন স্কুল পেয়েছে বলে এখনও শুনিনি কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা পেয়েছি।সকল ছাত্রছাত্রীদের জন্য পাঠিয়েছেন।যা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না।ওই শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদের কাছে সারা জীবন ধরে সম্পদ হয়ে থাকবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাংসদদের জন্মদিনে নিয়ম করে শুভেচ্ছা বার্তা পাঠান।এবার কোচবিহারের দিনহাটায় প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা আলাদা প্যাডে স্বাক্ষর করা নতুন বছরের ওই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ মল্লিকপাড়ায় কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584