সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল সেরা স্কুলের সম্মান পেল। বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের তেরটি বিদ্যালয়কে এই পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েক বছর ধরেই বর্ধমানে উল্লেখযোগ্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে পরিচয় সৃষ্টি করেছে বিদ্যার্থী ভবন গার্লস স্কুল। পড়াশোনার পাশাপাশি রুচিবোধ, সংস্কৃতি এই বিদ্যালয়ের বিশেষভাবে দেখা হয়। কৃতি ছাত্র ছাত্রীরা তাই নিয়মিতভাবে উঠে আসে এখান থেকে। এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের ফলাফল ছিল নজরকাড়া। মাধ্যমিকে ষষ্ঠ এবং অষ্টম স্থান অধিকার করেছে স্কুলের ছাত্রী। উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিল এক ছাত্রী।
সমাজের পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা এই স্কুলে পড়াশোনা করে। তাই স্কুলছুট প্রবণতা তাদের অনেকের মধ্যেই রয়েছে। সেই প্রবণতা কমিয়ে পড়াশোনার সাথে নিয়মিত ধরে রাখা তা একটি যে বড় চ্যালেঞ্জ স্বীকার করছেন অভিভাবক থেকে শিক্ষক সকলেই। স্কুলের পরিকাঠামোয় স্কুল ভবন, গ্রন্থাগার সবই রয়েছে।
স্কুলের প্রধান শিক্ষিকা পামেলা চট্টোপাধ্যায় এই পুরস্কারের কৃতিত্ব তিনি শুধু শিক্ষিকাদের দেননি। অভিভাবক, পরিচালন সমিতি থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রীদের এই কৃতিত্বের ভাগিদার হিসেবে তিনি মনে করেন। এদিন বিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়ে।
আরও পড়ুনঃ আনন্দধারা প্রকল্পে ফালাকাটায় বসুন্ধরা বিপনী কেন্দ্রের উদ্বোধন
ভবিষ্যতে এই বিদ্যালয়ের পড়াশোনার মান এবং ছাত্রীদের চারিত্রিক গুণাবলী যাতে বিকাশ হয় সে বিষয়ে শিক্ষিকারা নজর দেবেন বলেই মনে করছেন অভিভাবকরা। বিদ্যালয়ের এই পুরস্কার প্রাপ্তিতে খুশি ছাত্রীরা। স্কুলছুট নয় আরও ভালো পড়াশোনা করব এমনটায় প্রতিজ্ঞা করছে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584