কবির হোসেন, মুর্শিদাবাদঃ
প্রায় দু’বছর পর পঠন-পাঠন শুরু! করোনা কালে দীর্ঘ দিন স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ থাকার পর রাজ্য সরকারের নির্দেশে মঙ্গলবার থেকে পঠন-পাঠন শুরু করার কথা ঘোষণা করা হয়। সেইমত পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পাশাপাশি সালারের গার্লস ও বয়েজ স্কুলে মঙ্গলবার থেকে পঠন পাঠন চালু হল।
সরকারি নির্দেশ অনুযায়ী, বিভিন্ন রকম করোনা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে স্কুলগুলিতে। নির্দিষ্ট সময়ে ছাত্র ছাত্রীরা ক্লাসে মাস্ক, স্যানিটাইজার সহ উপস্থিত হয়েছে, সঙ্গে জলের বোতল আনতে বলা হয়েছে সকলকেই। ক্লাস শুরু হওয়ার প্রাক্কালে ছাত্র ছাত্রীদের সঙ্গে করোনা সম্পর্কে সচেতনতা বিষয়ে আলোচনার পর ক্লাসে পাঠানো হয়। আনন্দের বিষয় দীর্ঘদিন স্কুলে পঠন পাঠন থেকে বিরত থাকার ফলে মানসিক ভাবে অনেকটাই পিছিয়ে পড়ছে পড়ুয়ারা। স্কুল খোলার ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ চোখে পড়েছে।
তাছাড়া অনেকের কাছেই নতুন স্কুল নতুন পরিবেশ বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মধ্যে সেই উৎসাহ দেখা গেল আজ। বেশিরভাগ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করে নতুন স্কুলে ভর্তি হয়েছেন। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা আফরিন নাজনীন বানু।
আরও পড়ুনঃ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের এবিভিপি-র হামলা, আহত ৪ বাম ছাত্র
অনলাইন জুম, গুগল মিট আর দূরে সরিয়ে বসিয়েও ক্লাস রুম বসে ক্লাস করার অভিজ্ঞতা ও অনুভূতি তুলনা করা যায় না বলে জানালেন সালার হাই স্কুলের শিক্ষক গদাধর পাল। স্কুল কর্তৃপক্ষ থেকে শিক্ষার্থী এবং সর্বোপরি অভিভাবকেরা সরকারের এই সিদ্ধান্তে খুশি সকলেই। এক ছাত্রী জানাল, আমরা প্রত্যক্ষ শিক্ষাগ্রহণ থেকে দু’বছর পিছিয়ে গেলাম। তবে পুনরায় স্কুল খোলায় খুব আনন্দিত। সর্বোপরি, করোনা বিধি মেনে সুষ্ঠুভাবে ক্লাস করানোই এখন বড় চ্যালেঞ্জ স্কুলগুলির জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584