শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কলেজে রোজ ক্লাস করতে হবে না ছাত্র ছাত্রীদের। এ বিষয়ে বিভিন্ন কলেজ নিজেদের মত সিদ্ধান্ত জানিয়েছে। আপাতত লেডি ব্রেবোর্ন, বেথুন ও স্কটিশ চার্চ কলেজে একজন পড়ুয়া সপ্তাহে ৩ দিন ক্লাস করবে। আশুতোষ, বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ, বাসন্তীদেবী কলেজ জানিয়েছে একজন পড়ুয়া আপাতত সপ্তাহে ২ দিন ক্লাস করবে। যাদবপুর, স্কটিশচার্চ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের নবাগতরা আপাতত ক্লাসে আসছে না।
ক্লাসে বসতে প্রত্যেক পড়ুয়ার দুটি ভ্যাকসিনের ডোজ সম্পন্ন হওয়ার শংসাপত্র বাধ্যতামুলক বলে জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। অন্যান্য কলেজে অন্তত একটি টিকার শংসাপত্র বাধ্যতামূলক। বঙ্গবাসী কলেজে আপাতত শুধু অনার্সের ক্লাস চলবে। কোন দিন কাদের ক্লাস হবে সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিভাগ এমনটাই স্থির করেছে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর মাঝেই বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের জট কাটিয়ে আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও ‘জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের একতরফা ফতোয়া মানবে না রাজ্য, বলেও বিধানসভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584