নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। করোনা আবহে অর্থনৈতিক সঙ্কটের সময়ে দুঃস্থ ছাত্রছাত্রীদের ভর্তি ফি মেটানো অসম্ভব। সেই বিষয়টি সামনে রেখে এবার ভর্তি ফি মকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ করল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
সোমবার আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুইমালীর সাথে দেখা করে স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুনঃ চাকরির দাবিতে জেলাশাসকের দ্বারস্থ প্রাক্তন কেএলও জঙ্গিরা
ছাত্রছাত্রীরা জানান, ‘এই বিশ্ববিদ্যালয়ে বহু দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। লকডাউনের ফলে অনেকের বাবা,মা কাজ হারিয়েছেন। তাই তাদের পক্ষে বিপুল পরিমান ফি দেওয়া সম্ভব নয়।’ পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও ফি কমানো ও কিস্তির মাধ্যমে ফি জমা দেওয়ার দাবি উঠেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584