নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে এসে পৌঁছাল রাজস্থানের কোটা থেকে ছাত্র ভর্তি বাস। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাত এগারোটা নাগাদ বহরমপুর ষ্টেডিয়ামে এসে পৌঁছায় তারা।

বহরমপুরে বাস আসতেই চিকিৎসকেরা থার্মাল স্কিনিং করে, কারোর কোনো উপসর্গ আছে কিনা তা পরীক্ষা করে । ছাত্র ও ছাত্রীরা নিজেদের বাড়ি ফিরতে পেরে খুশি প্রকাশ করেন।মোট পাঁচটি বাস ঢুকছে মুর্শিদাবাদ জেলাতে।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, বহরমপুর বেলডাঙ্গা সহ বেশ কিছু জায়গার পড়ুয়ারা রাজস্থানের কোটাতে পাঠরত ছিল। গতবছর তারা পড়তে গিয়ে ছিলেন কিন্তু করোনা ভাইরাসের জেরে লকডাউনের ফলে সমস্যায় পড়ছিলেন এই ছাত্র ছাত্রীরা। সোশ্যাল মিডিয়া বারবার আবেদন করেন বাড়ি ফিরিয়ে আনার জন্য।
আরও পড়ুনঃ লন্ঠন নিয়ে বিদ্যুৎবিল মকুবের দাবিতে অনশনে বিজেপির জেলা সভাপতি

অবশেষে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী লোকসভা স্পিকার ওম বিড়লার সাথে যোগাযোগ করেন এবং রাজস্থান সরকার ও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তারা বাড়ি ফিরতে পেরেছেন। অন্যদিকে অধীর চৌধুরী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকেরা। আগত পড়ুয়াদের বহরমপুর স্টেডিয়ামে স্বাগত জানায় কংগ্রেস কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584