নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মরনোত্তোর দেহদানে এগিয়ে এলেন ফালাকাটার জটেশ্বরের এক ছাত্র। নাম শুভজিৎ সাহা বয়স ২৪ বছর বাড়ি জটেশ্বর বাজার এলাকায়। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
শুভজিৎ সাহা বলেন,”রাজ্য অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ বৃদ্ধি ও চিকিৎসা বিজ্ঞান উন্নতির জন্য আমার নেওয়া এই সিদ্ধান্ত। আশা করি অন্যরাও এই দেহ দানের এগিয়ে আসবে।
গণজাগরণ মঞ্চের সদস্য সুমন দত্ত চৌধুরী জানান, “শুভজিতের সমাজের প্রতি দায়বদ্ধতা দেখে আমি আজকে আনন্দিত। সমাজ এবং চিকিৎসা বিজ্ঞানের কথা ভেবে ও আজ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। এমন সুচিন্তনশীল মানুষের সমাজে দরকার।”
আরও পড়ুনঃ ই-অফিস চালুর উদ্যোগ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের
জানা গেছে জটেশ্বর এলাকায় তিনিই প্রথম দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন। তার এই কাজটির জন্য পরিবারের সদস্য,বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা সকলেই গর্বিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584