পড়ুয়াদের ট্যাব কেনার অতিরিক্ত টাকা ফেরত ঘিরে বিতর্ক কেশপুরে

0
181

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাব কেনা বাবদ দ্বিগুন টাকা চলে আসায় তা জোরপূর্বক তাদের কাছ থেকে আদায় করার চেষ্টার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটিনাটি ঘটেছে কেশপুরের ধলহারা পাগলিমাতা উচ্চ বিদ্যালয়ে।

dhalhara paglimata high school | newsfront.co
নিজস্ব চিত্র

জানা যায়, সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য যে পরিমাণ টাকা আসার কথা, তার দ্বিগুন টাকা চলে আসে। তারা স্কুলে বিষয়টি জানালে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি চুপিসারে মিটিয়ে ফেলতে চায়। শিক্ষার্থীদের স্কুলে এসে সেই টাকা ফেরত দিতে বলে কোনও নিয়ম না মেনেই।

head master | newsfront.co
শ্যামল কুমার ঘটক, প্রধান শিক্ষক ৷ নিজস্ব চিত্র

তারা স্কুলে এলে কেড়ে নেওয়া হয় ব্যাংকের অরিজিনাল পাসবুক। শিক্ষার্থীদের অভিযোগ সাদা কাগজে এই মর্মে লিখে নিয়ে তাদের সই করাতে বাধ্য করা হয় যে ২৮ তারিখের মধ্যে টাকা দিতে হবে ।

students | newsfront.co
শুভদীপ গোস্বামী, অভিযোগকারী পড়ুয়া ৷ নিজস্ব চিত্র

এমনকি, ছাত্র-ছাত্রীরা জানান যদি তারা টাকা চুপি চুপি এসে স্কুলে না ফেরত দেয় তাহলে তাদের পরীক্ষার প্রজেক্টের নম্বররও আটকে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুনঃ পাঁচিল ঘিরে ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য

বিষয়টি জানাজানি হলে, সংবাদমাধ্যম গিয়ে পৌঁছালে, তাদের ক্যামেরা দেখে প্রধান শিক্ষক মহাশয় সব অভিযোগ নাকোচ করে দিয়ে জানান, আমরা প্রসেস মেনেই টাকা ফেরত নেব। তাহলে প্রশ্ন উঠছে যদি নিয়ম মেনে টাকা নেওয়া হবে তাহলে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে কেন জোরপূর্বক এধরণের ঘটনা ঘটানো হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here