গোয়ালতোড়ে অবরোধ পড়ুয়াদের, বিডিওর কাছে রাস্তা সংস্কারের লিখিত প্রতিশ্রুতি দাবি

0
57

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাস্তা সারায়ের দাবিতে পথ অবরোধে সামিল হল এবার ছাত্রছাত্রীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের আগরবাঁধ। আগরবাঁধ হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই অবরোধে সামিল হয়েছে।

নিজস্ব চিত্র

জানা গিয়েছে, গোয়ালতোড়ের হুমগড় থেকে আমলাশুলি রাজ্য সড়কটি এক দশকেরও বেশী বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনিক কর্তাদের বার বার জানিয়েও প্রতিশ্রুতি ছাড়া অন্য কিছুই পাওয়া যায়নি। তাই এবার সেই প্রশাসনিক কর্তাদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে ছাত্রছাত্রীরা পথ অবরোধে সামিল হয়েছে।

Students demand for renovating the road
নিজস্ব চিত্র

ছাত্রছাত্রীদের বক্তব্য, রাস্তা টির যা অবস্থা যে কোনো সময় একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিত্যদিন ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে। এছাড়াও সামন্য বৃষ্টি হলেই রাস্তাতে পথ চলা দায় হয়ে যায়। তার উপর বালি গাড়ির দৌরাত্ম্য।

Students demand for renovating the road
নিজস্ব চিত্র

প্রাণ হাতে করে পড়ুয়াদের স্কুলে আসতে হয়। তাই রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ। যতক্ষন না বিডিও এসে লিখিত ভাবে রাস্তা মেরামতির কথা না জানায় ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানায় পড়ুয়ারা।

আরও পড়ুনঃ পুজোর আগে হাল ফেরাতে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের সূচনা

Students demand for renovating the road
নিজস্ব চিত্র

উল্লেখ করা যায় প্রতিবছর পূজোর আগে মোড়াম আর বোল্ডার দিয়ে টুকটাক রাস্তা সারায় করে দেওয়া হয় প্রসাশনিক ভাবে। কয়েক মাস যেতে না যেতেই আবাত একই অবস্থায় ফিরে আসে।

আরও পড়ুনঃ পুকুর কাটার নামে পুকুর চুরির অভিযোগ তপনে

Students demand for renovating the road
নিজস্ব চিত্র

কাশ ফুলের দোলা আর শিউলির গন্ধ যেমন আগমনির বার্তা বয়ে আনে অনুরুপ ভাবে এই এলাকার মানুষের মনে দুর্গা পুজার কথা মনে পড়ে রাস্তার পাশে মোড়াম আর বোল্ডার দেখে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here