করোনায় বিপর্যস্ত দুঃস্থদের খাদ্য সামগ্রী বিলিতে পড়ুয়ারা

0
180

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

ছেলে বেলায় স্কুলের পাঠ্য বইয়ের পাতায় পড়েছিলেন, ‘শিব জ্ঞানে জীব সেবা’র কথা অথবা বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াতে হয়। পাঠ্যসূচির সেই অক্ষরগুলোকে বাস্তবে পরিণত করার সুযোগ কখনো আসেনি বিশ্ব বিদ্যালয়ে পড়া ছাত্রগুলোর।

Students | newsfront.co
ত্রান বিলিতে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

আর তাই বর্তমানে করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে বিশ্বে মানুষের জীবন বিপর্যস্ত। তাই এবার পাঠ্য বইয়ের সেই পড়া আর নিজেদের জীবনের স্বল্প অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করছে পড়ুয়ারা। মূলত এরা প্রায় সকলেই বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের ছাত্র।

Relief | newsfront.co
নিজস্ব চিত্র

বিশ্বজিৎ, আসফর বা সৌরভের মত বয়সের ছোট পড়ুয়াদের এগিয়ে আসতে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তন্ময়বাবু, রঞ্জিতবাবুর মত ব্যক্তিরাও। এমনকি ‘হেল্পিং হ্যাণ্ডস উইথ ইংয়স’ নামে খুলেছেন একটি ফাণ্ডও।

আরও পড়ুনঃ রায়গঞ্জকে জীবাণুমুক্ত করতে পুরসভার লাগাতার সাফাই অভিযান

Students help | newsfront.co
দুঃস্থ পরিবারের পাশে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

যদিও এদিন পড়ুয়াদের পক্ষ থেকে বিশ্বজিৎ বায়েন বলেন, ‘করোনা আতংকের জেরে এই দুরাবস্থায় নদানঘাট থানার অন্তর্গত দীর্ঘপাড়া গ্রামে কিছু দুঃস্থ পরিবারের হাতে চাল, আলু ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। এরপর আমরা অন্য গ্রামগুলিতেও দুঃস্থদের হাতে সামগ্রী তুলে দিতেও যাব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here