নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজ সংগঠনের ঝাড়গ্রাম জেলা কমিটির আবেদনে মেদিনীপুর ছাত্র সমাজ এগিয়ে এলো ত্রান নিয়ে। ঝাড়গ্রাম জেলার দুটি ব্লকের ৮ টি গ্রামের দরিদ্র অসহায় পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। সরকারের থেকে কোনরূপ সাহায্যও তারা পায়নি বলে জানা যায়। ত্রান দেওয়ার আগে একটি সমীক্ষা হয়, যেখানে সরকারি বা বেসরকারি ত্রান পায়নি এমন লালগড়ে ২০০ টি ও ঝাড়গ্রামের ১১৬ টি মোট ৩১৬ টি পরিবারের হাতে ৩ কেজি চাল ১.৫০০ আলু ৫০০ গ্রাম ডাল, ৫০০ মুড়ি, চানাচুর, তেল, নুন, সোয়াবিন, হলুদ গুড়া ও তিনটি করে সাবান তুলে দেওয়ার হয়।
মেদিনীপুর ছাত্র সমাজ লকডাউন ঘোষনার প্রথম দিন থেকে মেদিনীপুর শহরের অসহায় পথবাসি, বস্তিবাসি ভবঘুরে, মেসে আটকে থাকা ছাত্র ছাত্রীদের ও বয়স্কদের সাহায্য করে আসছে।
আরও পড়ুনঃ নিজের জমানো অর্থের লক্ষ্মীর ভাঁড় পুরপিতার হাতে দিল ছোট্ট অহনা
খড়গপুর মেদিনীপুর শহরের জরুরি পরিসেবার সাথে নারায়নগড়ে চারটি গ্রামের ১১০ জন লোধা শবরকে ত্রান দেয় তারা। শালবনি হয়ে লালগড় ও ঝাড়গ্রাম মেদিনীপুরে ছাত্রসমাজ ত্রান দিয়ে মানুষের পাশে থাকছে।
সম্পাদক রাজকুমার বেরা ও কোষাধ্যক্ষ কৌশিক কঁচ এর নেতৃত্ব দেন ও সংগঠনের জেলা সম্পাদক তারাপদ মল্লিক এবং লালগড় ব্লক সম্পাদক উত্তম সর্দার সহযোগী করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584