‘স্টুডেন্টস্ ম্যানিফেস্টো’ প্রকাশ এসআইও মুর্শিদাবাদ শাখার

0
69

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যে আগামী নির্বাচনের মুখে রাজ্যের ছাত্র-যুবদের পক্ষ থেকে উঠে আসা দাবি নিয়ে ছাত্র সংগঠন স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি স্টুডেন্টস্ ম্যানিফেস্টো প্রকাশ করে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, বেকারত্ব, মানবাধিকার লঙ্ঘন, করোনা পরবর্তী সময়ের দাবিসহ একাধিক শিক্ষা সংক্রান্ত ইস্যু এই ম্যানিফেস্টোতে স্থান পেয়েছে।

SIO Conference | newsfront.co
সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

মঙ্গলবার এরই অংশ হিসাবে এসআইও মুর্শিদাবাদ শাখার পক্ষ থেকে সেই ‘স্টুডেন্টস্ ম্যানিফেস্টো’ জেলায় প্রকাশ করা হয়। সেই সঙ্গে জেলার কিছু দাবিও তুলে ধরা হয়। বহরমপুরের সেন্ট জন অ্যাম্বুলেন্স হল-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে নির্বাচনকে কেন্দ্র করে মূলত শিক্ষা সংক্রান্ত ছাত্র সমাজের প্রত্যাশা এবং জেলার সমস্যাগুলি তুলে ধরা হয়।

Students Manifesto | newsfront.co
নিজস্ব চিত্র

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় এসআইও মুর্শিদাবাদ শাখার সভাপতি কুতুবউদ্দিন আব্দুল্লাহ বলেন, “মুর্শিদাবাদ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও, স্বাধীনতার দীর্ঘ সাত দশক পেরিয়ে গেলেও এই জেলা রাজ্যের সব থেকে নিচে অবস্থান করছে। শিক্ষা-স্বাস্থ্য- অর্থনীতির দিক দিয়ে একেবারে সবার পিছনে। দীর্ঘদিন ধরে এই জেলা সবদিক থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে জেলার ছাত্র ও যুবকরা তাদের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে বহু সমস্যার সম্মুখীন। তাই আমরা ম্যানিফেস্টোর মাধ্যমে সেই সমস্ত সমস্যা রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরতে চাই।”

আরও পড়ুনঃ ফুলবদল আফজালের, পাঁশকুড়ায় তরজা তৃণমূল-বিজেপির

তিনি আরও বলেন, “মুর্শিদাবাদ জেলা এখনও উচ্চশিক্ষায় অনেক পিছিয়ে। জেলায় বিশ্ববিদ্যালয় ঘোষণার বছর দুয়েক অতিক্রান্ত হলেও এখনও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ সেইভাবে এগোয়নি। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমস্ত কাজ দ্রুত শেষ করে পঠনপাঠনের শুরু করতে হবে।”

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে মনোনয়নপত্র জমার সূচনা

এদিকে এসআইও জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম বলেন,”জেলায় বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমস্যার মধ্যে গার্লস কলেজ, মেডিকেল কলেজ, আইন কলেজের ঘাটতি রয়েছে। তাই আমাদের দাবি হল, গার্লস কলেজ নেই সেই সমস্ত বিধানসভা এলাকায় গার্লস কলেজ প্রতিষ্ঠা, প্রতিটি সংসদীয় এলাকায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, প্রতিটি মহকুমায় আইন কলেজ প্রতিষ্ঠা করতে হবে।”

এসআইও জেলা শাখার জনসংযোগ সম্পাদক মোহা. তাজুদ্দিন্ন বলেন,”আমাদের জেলা নানা রকম শিক্ষা, বেকারত্বসহ একাধিক সমস্যায় জর্জরিত। জেলাবাসীর উচিত হবে এমন প্রার্থীদের নির্বাচিত করা যারা এই সমস্ত সমস্যা প্রতিকার করতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here