অর্নিবান দে,বহরমপুরঃ
আজ ১২ই জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। মুর্শিদাবাদ চক্রের কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পদযাত্রা করে শিশুশ্রমের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানালো।
এদিন বিদ্যালয়ের শিশুসংসদের পরিচালনায় সচেতনতা মূলক একটি শোভাযাত্রা বিদ্যালয় সংলগ্ন সমস্ত এলাকা প্রদর্শন করে
স্লোগান, ফেস্টুন, ফ্ল্যাগ প্রভৃতি নিয়ে এলাকা প্রদর্শন করে ছাত্রছাত্রীরা।
অনেক অভিভাবক অভিভাবিকা এই শোভাযাত্রায় পা মেলান।
প্রধান শিক্ষক মাহামুদাল হাসান বলেন, লক্ষ লক্ষ শিশু শ্রম দিচ্ছে চায়ের দোকান, ইটভাটা, গ্যারেজ, কারখানা, ওয়ার্কশপ প্রভৃতি জায়গায়। অর্থনৈতিক অস্বচ্ছলতা ও দারিদ্র্যের জন্য বেড়ে চলেছে এই শিশুশ্রমিক।
বড় বড় বক্তৃতা নয়, আসুন সকলে মিলে এর তীব্র প্রতিরোধ গড়ে তুলি। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করি, শিশু শিক্ষা নিশ্চিত করি- স্লোগান উচ্চারিত হোক এই দিবসে।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস এবারো পালিত হচ্ছে মহা ধূমধামে। বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও নানা আয়োজনে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ’ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপত্তার পত্তার প্রসার ঘটান; শিশুশ্রম নিরশন করুন’। তবে এতো কিছুর পরেও বহু আলোচিত শিশু শ্রম এখনো আগের অবস্থাতেই আছে। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী একটি শিশুকেও তার জীবিকা নির্বাহের জন্য কোন প্রকার শ্রমে নিয়োজিত করার কথা নয়। কিন্তু ভারতের আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে শিশুরা শ্রমে জড়িত হয়ে থাকে। তাছাড়া ভারতের বিভিন্ন আইন ও নীতিমালায় বয়সের বিভিন্নতার কারণে শিশুদের শ্রম থেকে নিরসন করা সম্ভব হচ্ছে না। শহর, নগর বন্দরের বিভিন্ন কল-কারখানা, বাসাবাড়িতে শিশুদের কম মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকতে দেখা যায়।
শিশুসংসদের মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের সদস্য-সদস্যারা খুব গুরূত্ব দিয়ে আজকের এই দিন টিকে সচেতনতার কর্মে নিয়োজিত করে।
শিশুসংসদের প্রধানমন্ত্রী ঈশিতা বিশ্বাস বলে, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে শিশুরা চায়ের দোকান, ইট ভাটায় যাতে কাজ না করে পড়াশুনা না করে সেদিকে লক্ষ্য রেখে প্রচার চালাতে হবে। কোথাও এমন দেখলে ১০৯৮ এ কল করতে হবে।”
এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন লালবাগের সহ শ্রম মহাধক্ষ্য অভীক নন্দী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584