নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে শুক্রবার রায়গঞ্জের কলেজপাড়ার দমকল কেন্দ্রে স্যানিটাইজার, মাস্ক, পানীয় দ্রব্য ও মিষ্টি নিয়ে হাজির হয়েছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। একে একে দমকলকর্মীদের হাতে এই জিনিসগুলি তুলে দেয় তারা। পড়াশোনার পাশাপাশি এই রকম সামাজিক কাজকর্মে ছাত্রদের এগিয়ে আসায় প্রশংসা করেছেন দমকলকর্মীরা।
এর আগেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের এই ছাত্ররা কয়েকজন মিলে পথপশুদের খাবারের ব্যবস্থা করেছিল সম্পূর্ণ নিজেদের উদ্যোগে। রুদ্র, সুমন, বাপী, অজয়, পুকু, টনি, সাহেব, বুবাই, গুডু মাত্র আঠারো উনিশের এই যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দমকলকর্মীরা।
আরও পড়ুনঃ সাংবাদিকদের পিপিই কিটস তুলে দিলেন দম্পতি
এক ছাত্র জানান, ‘বর্তমান পরিস্থিতিতে দমকলকর্মীরা শহরকে স্যানিটাইজ করার কাজ করছেন। তাই তাঁদের সুরক্ষা ও সাবধানতার কথা আমাদেরও চিন্তা করা উচিত। আজকে বিশ্ব পরিবার দিবসে যাঁরা আমাদের পরিবারের সুরক্ষার কথা ভেবে বিপদ উপেক্ষা করেও নিজেদের কর্তব্য পালন করে চলেছেন, তাঁদের সংবর্ধনা দিতে আমরা আমাদের সাধ্যমত কিছু চেষ্টা করেছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584