চা বলয়ের ছাত্র ছাত্রীরা বাগানের বসেই পাবে তফসিলি শংসাপত্র

0
71

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

students of tea garden get SC St obc certificate
নিজস্ব চিত্র

চা বাগানের ছাত্র ছাত্রীরা যাতে সহজে তফসিলি জাতি,উপজাতি,ওবিসি শংসাপত্র পায় তার জন‍্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে চাবাগানে স্পেশাল ক‍্যাম্পের আয়োজন করা হচ্ছে।যেখানে চা বাগানের বাসিন্দারা আবেদন করতে পারছে এবং তাদের শংসাপত্র প্রদান করা হচ্ছে। ডুয়ার্সের বিভিন্ন চা বলয়ে এই স্পেশাল ক‍্যাম্প করা হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।চা বলয়ে বসবাস রত নেপালি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অধিকাংশ তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায় ভুক্ত কিন্ত এতদিন এস সি , এস টি সার্টিফিকেট পাবার জন‍্য খুবই সমস‍্যা পোহাতে হতো,যার দরুণ চা বলয়ের শ্রমিক পরিবারের সন্তানদের কাছে সার্টিফিকেট থাকতো না কিন্ত বর্তমান সরকার এস সি , এস টি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে পদ্ধতি অনেক সরলীকরণ করেছে যার দরুণ উপকৃত হচ্ছে চা বলয়ের শ্রমিকরা।

students of tea garden get SC St obc certificate 3
নাম নিবন্ধিকরন ও সার্টিফিকেট প্রদান। নিজস্ব চিত্র

মুখমন্ত্রীর নির্দেশে এখন ব্লক ও জেলার আধিকারিক গণ বাগানে বাগানে গিয়ে ক‍্যাম্প করছে।আজ কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে স্পেশাল ক‍্যাম্প হয় যেখানে আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানরা এসে আবেদন করে।

আরও পড়ুনঃ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরে সরকারি পরিষেবা নিয়ে পৌঁছাল আধিকারিকরা

students of tea garden get SC St obc certificate 2
নিজস্ব চিত্র

কালচিনি ব্লক কার্যালয়ে এস সি, এসটি দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক প্রবোধ কান্তি সরকার জানান যে রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি চা বাগানে স্পেশাল ক‍্যাম্প হচ্ছে।এখন আর বাগানের লোকদের ব্লক কার্যালয়ে যেতে হচ্ছে না, বাগানে বসেই তারা আবেদন করতে পারছে এবং সার্টিফিকেট পেয়েও যাচ্ছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here