বর্ধিত ছুটি বাতিলের দাবীতে পড়ুয়াদের পথ অবরোধ

0
69

মনিরুল হক,কোচবিহারঃ

students protests agaist increasing leave
নিজস্ব চিত্র

দু’মাসের স্কুল ছুটি বাতিলের দাবিতে পথে নামল স্কুল পড়ুয়ারা।অবিলম্বে স্কুলে ফের পঠনপাঠনের দাবিতে বুধবার অবরোধ করল তুফানগঞ্জের ধলপল উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা।

এদিন তুফানগঞ্জ আলিপুরদুয়ার রুটে পড়ুয়াদের রাজ্য সড়ক অবরোধের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের জেরে ওই সড়কে আটকে পড়ে গাড়ি সহ অন্যান্য যানবাহন। ফলে যানজটের সৃষ্টি হয় সেখানে। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

students protests agaist increasing leave
নিজস্ব চিত্র

তুফানগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক জাম ইয়াং জিম্বা বলেন,পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, দুই মাস ধরে আমাদের স্কুল বন্ধ দেওয়া হয়েছে গরমের জন্য। কিন্তু আমাদের এখানে কোন গরম নেই। স্কুল এতদিন ধরে বন্ধ থাকলে আমাদের সিলেবাস কোন ভাবেই শেষ হবে না। তাই আমরা চাই দ্রুত স্কুল খুলুক ও আমদের ফের স্কুলে পঠন পাঠন শুরু হোক।

এদিকে তুফানগঞ্জ শহরে অন্দরান ফুলবাড়ি হরির ধাম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুল ছুটির প্রতিবাদে এদিন মিছিল করে তুফানগঞ্জ এর সহকারি বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কে স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুনঃ বর্ধিত ছুটির নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে এবিটিএ-র ডেপুটেশনে

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তুফানগঞ্জের সহকারি বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক)-এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।তুফানগঞ্জের সহকারি বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দেবাশিষ ভট্টাচার্য জানান,স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here