নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কলেজের বাৎসরিক ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নামল কলেজ পড়ুয়ারা। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজের সামনে বিক্ষোভে সামিল হল তারা। তাদের দাবি প্রত্যেক বছর এভাবে বাৎসরিক ফি বাড়ানো হলে সমস্যায় পড়তে হচ্ছে কলেজ পড়ুয়াদের কারণ অনেক মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে অনেক গরীব বাড়ির ছেলেরাও পড়াশোনা করছে আর এভাবেই যদি বাৎসরিক ফি বাড়ানো হয় তাহলে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে কলেজ পড়ুয়াদের।
আরও পড়ুনঃদশম শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়
আবার কেউ কেউ কলেজ ছেড়ে দিচ্ছেন আর্থিক সংকটের কারণে। আমরা বারবার প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছেনা কলেজ কর্তৃপক্ষ। ফলে এমনই বিক্ষোভে সামিল হতে হয়েছে আমাদের। তবে যতক্ষণ না কলেজ কর্তৃপক্ষ বাৎসরিক ফি না কমান ততক্ষণ বিক্ষোভে অনড় থাকবো এমনই বক্তব্য কলেজ পড়ুয়াদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584