শংসাপত্রের বৈধতার দাবীতে ইংরেজবাজার পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখাল ছাত্ররা

0
261

হরষিত সিংহ,মালদহঃ

বৈধ শংসাপত্র ও উচ্চ শিক্ষার সুযোগের দাবীতে লাগাতার বিক্ষোভ অনশনের পর সোমবার ইংরেজবাজার শহরের পোষ্ট অফিস মোড়ে পথে বসে বিক্ষোভে সামিল হলেন গনিখান চৌধুরী ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র(জিকেসিআইইটি) পড়ুয়া থেকে জেলার শুভবুদ্ধি ব্যাক্তিত্বরা। এদিন বিকেল চারটে থেকে কলেজের পড়ুয়ারা তাদের ন্যায্য দাবীতে পথে বসে বিক্ষোভ দেখান। ছাত্র- ছাত্রীদের এত আন্দোলন অনশনের পরেও এখনো রাজ্য বা কেন্দ্রীয় উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোন সঠিক সিধান্তই জানানো হয়নি। ফলে সমস্যায় পড়েছেন এই প্রতিষ্ঠানের শতাধিক পড়ুয়া। গত সপ্তাহব্যাপী প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অনশনের পর এদিনের পথে বসে আন্দোলন।

ছবিঃঅভিষেক দাস

প্রতিষ্ঠান সুত্রে জানা গিয়েছে,২০১০ সালে চালু হয় এই প্রতিষ্ঠান। প্রথমদিকে দুই বছরের ডিপ্লোমা ও সার্টফিকেট কোর্স চালু ছিল। ২০১৪ সালে চালু হয় দুই বছরের বিটেক কোর্স। পড়ুয়াদের অভিযোগ, দুই বছর পর বিটেক কোর্স শেষ হলে তারা জানতে পারে সেটি অনুমোদনহীন। সেইসময় আন্দোলন, অনশনে সামিল হন পড়ুয়ারা। ছাত্র আন্দোলনের জেরে সেই সময় কতৃপক্ষ দুর্গাপুর এনআইটির বিটেক কোর্সের অ্যাফিলেশন দেওয়ার সিধান্ত নেয় দাবী পড়ুয়াদের। কিন্তু অ্যাফিলেশন না হওয়ায় সমস্য থেকেই যায়। বর্তমানে পড়ুয়াদের বিটেকের তিন বছরের কোর্সের অ্যাফিলিয়েশন দিয়েছে রাজ্যের কারিগরি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি। কিন্তু বর্তমানে আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, তাদের বর্তমানে যে শংসাপত্র দেওয়া হচ্ছে তা নতুন করে কোর্স করার জন্য। বর্তমানে যারা ডিপ্লমা করছে তাদের ভর্তির কোন ব্যবস্থা নেই। কোন পড়ুযাই উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেনা।

ছবিঃঅভিষেক দাস

যারা পাশ করে গিয়েছে বর্তমানে তাদের দায়িত্বভার ঝেড়ে ফেলছে কতৃপক্ষ। তাই সকল পড়ুয়াদের সব রকম সমস্যা সমাধান করতে আন্দোলনে নেমেছেন পড়ুয়ারা। তাদের দাবী যতদিন না কতৃপক্ষ তাদের সমস্যার সমাধান করবে পড়ুয়ারা আন্দোলন চালিয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here