পূর্বস্থলী কলেজে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ঘেরাও

0
75

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

প্রতিবছর কলেজ কর্তৃপক্ষ ভর্তি ফি বাড়িয়ে চলেছে। এবছরও ভর্তি ফি বাড়ানো হয়েছে। এই ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন পূর্বস্থলী কলেজের ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কলেজ কর্তৃপক্ষ সদুত্তর না দেওয়ায় শুক্রবার থেকে ঘেরাও কর্মসূচি গ্রহণ করলো ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবী যতক্ষণ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ ভর্তি ফি না কমাবে ততদিন পর্যন্ত ঘেরাও আন্দোলন কর্মসূচি লাগাতারভাবে চলবে এমনটাই জানিয়ে দিয়েছেন। এই আন্দোলনে সামিল হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংসদ সহ কলেজের ছাত্র-ছাত্রীরা।

নিজস্ব চিত্র

ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলনরত ভাস্কর বর্মন ফুলবালা কীর্তনীয়া আসমিনা খাতুন প্রমুখ ও ছাত্র ছাত্রীর অভিযোগ প্রতিবছর কলেজ কর্তৃপক্ষ অস্বাভাবিক হারে ফি বাড়িয়ে যাচ্ছে। এই বছরও ভর্তি ফি বাড়ানো হয়েছে। আমরা গ্রামের ছেলে মেয়ে। কোনরকম জমি জায়গা চাষ করে আমাদের অভিভাবক অভিভাবকেরা আমাদের লেখাপড়ার করতে পাঠিয়েছে যদি অস্বাভাবিক হারে ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হয় তাহলে আমাদের পড়াশুনো স্তব্ধ হয়ে যাবে।তাই আমাদের দাবি অতিরিক্ত ফি বৃদ্ধি করা কোন ভাবেই চলবে না। যতক্ষণ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এই ফি বৃদ্ধি রোধ না করবে ততদিন পর্যন্ত আমাদের ঘেরাও আন্দোলন কর্মসূচি বজায় থাকবে।
জানা গিয়েছে যে বি এ দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে প্রধান ভূমিকা গ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের অভিযোগ যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুচন্দ্রা নিয়োগী তাদের কথা মানতে নারাজ। অধ্যক্ষকে বারবার আবেদন-নিবেদন করেও তিনি ছাত্র-ছাত্রীদের দাবি মানছেন না বলে অভিযোগ। শুক্রবার কলেজে তিনি ছিলেন না। দায়িত্বে ছিলেন অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য। এই আন্দোলনের জেরে কলেজে পঠন-পাঠন কিছু হয়নি বলে জানা গিয়েছে। ছাত্র ছাত্রীদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত ফি না কমানো হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন বজায় থাকবে। তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রতন ঘোষাল জানিয়েছেন যে ভর্তি ফি বাড়ানোর ফলে বহু গ্রাম গঞ্জের গরীব ছাত্র-ছাত্রীরা এই কলেজে পড়াশোনা করে এর ফলে বহু ছাত্রছাত্রীকে পড়াশোনা ছাড়তে হবে । জেলা পরিষদের তৃণমূলের সদস্য বিপুল দাস জানিয়েছেন যে ছাত্র ছাত্রীদের ঘেরাও কর্মসূচি ন‍্যায় সঙ্গত। আমি চাই কলেজে যাতে কোন রকম বিশৃংখলা তৈরী না হয়। অধ্যাক্ষা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করতে পারেন কিন্তু কেন তিনি উদ্যোগ গ্রহণ করছেন না?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here