সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ভারত বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকার চর মুন্সিপাড়া হাইস্কুলের পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
একাধিক অভিযোগে স্কুল গেটে তালা ঝুলিয়ে, ফ্ল্যাগ হাতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। তাদের অভিযোগ, স্কুলে শৌচাগারের অবস্থা জরাজীর্ণ, পানিয় জলের কল থাকলেও সেইগুলো নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। তাদের আরো দাবি, স্কুল খোলার পর থেকে আজ পর্যন্ত মিড ডে মিলের খাবার পায়নি। অভিযোগ, স্কুলের বিভিন্ন কাজ ও রান্নাঘর নির্মানের জন্য টাকা আসলে সেই টাকা আত্মসাৎ করেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি ভিত্তিহীন। পুরোটাই সাজানো ঘটনা, বিশেষ কারণে স্কুলে না আসার কারণে কাজ করতে পারিনি বলে জানান তিনি।
আরও পড়ুনঃ স্কুল ছেড়ে নৌকার হাল ধরেছে সপ্তম শ্রেণীর ছাত্র সোহেল
মিড ডে মিলের সুপার ভাইজার সিরাজুল ইসলাম বলেন, ব্লক অফিসের পক্ষ থেকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে মিড ডে মিল ও স্কুলের পরিষ্কার করার জন্য। যদিও দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখানোর পর অবশেষে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584