নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ায় বিক্ষোভ জঙ্গীপুরে। জানা গেছে, জঙ্গীপুর মুনিরিয়া হাই মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বৃহস্পতিবার স্কুল থেকে মিছিল করে জঙ্গীপুর মহকুমা অফিসে আসেন। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, গত চার বছর ধরে আশ্বাস দিয়ে আসা হচ্ছে সাইকেল পাওয়া যাবে কিন্তু এখনও পর্যন্ত সাইকেল না পাওয়ায় বাধ্য হয়ে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে।
আরও পড়ুনঃ বিভিন্ন দাবিতে বালুরঘাটে এবিটিএ-র ডেপুটেশন
তারা আরও জানায় যে, একাধিকবার প্রধান শিক্ষক ও জঙ্গিপুর পুরসভায় জানিয়েও কোনো সুরাহা হয়নি। আর কিছু দিন পরে তাদের স্কুল জীবন শেষ হবে, তাহলে কবে তারা সাইকেল পাবে? অবশেষে মহকুমা শাসকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584