নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনি গ্ৰাম পঞ্চায়েতের প্রত্যন্ত বিজয়পুর বস্তির পড়ুয়ারা । জানা গিয়েছে, ক্লাস করতে না পেরে তারা শহরাঞ্চলের পড়ুয়াদের থেকে পড়াশোনায় পিছিয়ে পড়ছে।

এদের মধ্যে কেউ কেউ মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য চার, পাঁচ কিলোমিটার দূরে গিয়ে মোবাইলে অনলাইন ক্লাস করছে ।কোভিড মহামারির দরুণ বন্ধ স্কুল -কলেজ ৷ আর এই সময়ে অনলাইন ক্লাসের উপর জোর দেওয়া হচ্ছে। কিন্ত মোবাইল নেটওয়ার্ক না থাকার দরুণ কালচিনি বিজয়পুর বস্তির প্রায় ‘শ’ খানেক পড়ুয়া খুবই সমস্যায় পড়েছে ।
আরও পড়ুনঃ সুতিতে গাঁজা-সহ গ্রেফতার ৩
কারণ বিজয়পুর বস্তি এলাকায় নেই কোনো মোবাইল নেটওয়ার্ক ফলে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার পড়ুয়ারা । সংশ্লিষ্ট এলাকার পড়ুয়ারা জানান, আমাদের এখান থেকে পাঁচ কিমি দূরে কালচিনি চৌপথি এলাকায় গিয়ে তারপর আমরা অনলাইন ক্লাস করি কিন্ত কালচিনি যাওয়া সব সময় সম্ভব হয়ে ওঠেনা ।
অনেক পড়ুয়াদের কাছে স্মার্টফোন নেই ফলে তারাতো একেবারেই অনলাইন ক্লাস করতে পারছেনা ।বিজয়পুর বস্তির পড়ুয়াদের আবেদন আমাদের এলাকায় যদি মোবাইল নেটওয়ার্ক বসানো হয় তাহলে আমরা ঘরে বসেই অনলাইন ক্লাস করতে পারবো নচেৎ পড়াশোনার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে পড়ছি প্রতিদিন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফের কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে
বিজয়পুর বস্তি এলাকার বাসিন্দারা জানান, আমাদের এলাকায় প্রায় একশ বেশি পরিবারের বসবাস আর মোবাইল নেটওয়ার্ক না থাকার দরুণ এমনিতেই আমাদের সমস্যায় পড়তে হত, তার উপর এই সময়তো ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস চলছে মোবাইল নেটওয়ার্ক না থাকার দরুণ আমাদের এলাকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বন্ধ। তারা পড়াশোনায় পিছিয়ে পড়ছে অনেক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584