সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেট ডি কে রায়চৌধুরীর সই জাল করে আসামি ছাড়ানোর অপরাধে সাজা ঘোষনা হল দুই আইনজীবী, এক মুহুরী-সহ চারজন অপরাধীর।
ডায়মন্ড হারবার এসিজেএম মন্দিপ সাহা রায়ের এজলাসে সাতজনকে সাজা ঘোষণা করেন। ডায়মন্ড হারবার এসিজেএম সরকারি আইনজীবী ২০০৪ সালে ডায়মন্ড হারবার আইনজীবী সাজান জমাদার, বিষ্ণুপদ মন্ডল, ল ক্লার্ক দীপঙ্কর মন্ডল, রঞ্জন মুখার্জি,শঙ্করনাথ চ্যার্টার্জি,দীপক সেন, বাবলু মান্না সই জাল করে আসামি ছাড়ায়। সই জাল করে চারজনকে জামিন করায়।
আরও পড়ুনঃ কুয়াশার আড়ালে হাতি, আক্রমনে আহত কৃষক
ঘটনার পর সিআইডি তদন্তে নামে। ভারতীয় দণ্ডবিধি ৪২০,৪৬৬,৪৬৭,৪৬৭ ,৪৭১,১৮৮,১০৯,১২০বি ধারায় অভিযুক্তদের অভিযোগে কোর্টে তোলা হয় । বিচারক সাত বছরের সাজা ঘোষনা করেন, পাশাপাশি আরও কুড়ি হাজার টাকা জরিমানা করে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584